WestBengalBangla

Jan 20 2024, 16:25

*বারাসাতে রক্তদান শিবির*

উত্তর ২৪ পরগনা: বারাসাত ১৭ নম্বর ওয়ার্ড আগুয়ান সংঘ কমিনিউটি হলে অনুষ্ঠিত হল ৯ তম রক্তদান উৎসব। মূলত বারাসাত পৌরসভার সি আই সি সৌমেন আচার্য্য উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ, বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনি মুখার্জি,কাউন্সিলার পম্পি মুখার্জি, নিলিমা মণ্ডল,প্রদীপ ঘরামী, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

WestBengalBangla

Jan 20 2024, 15:23

*দলনেত্রীর বৈঠকের পরেও আবারো প্রকাশ্যে শাসকের গোষ্ঠী কোন্দল চন্দ্রকোনায়।*

এসবি নিউজ ব্যুরো: ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তনের পরেই অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা।এমনই অভিযোগ তুলে দলীয় কর্মীদের সাথে নিয়ে অঞ্চল কার্য্যালয়ের তালা ভেঙে প্রবেশ করলেন অঞ্চল কনভেনার সহ কর্মীরা। হাতুড়ি দিয়ে তৃণমূলের অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করল অঞ্চল তৃণমুলের কনভেনার সহ তৃণমূলের কর্মী সমর্থকেরা।

অভিযোগ, এই অঞ্চল কার্য্যালয়ে তারা আগের ব্লক সভাপতি প্রসূন ঘোষের নেতৃত্বে দলের সমস্ত কার্য্যকলাপ করতো। কিন্তু ব্লকে সভাপতি পরিবর্তন হয়েছে, নতুন ব্লক সভাপতি হওয়ার পরে অঞ্চল দলীয় কার্য্যালয়ে তালা পড়েছে। কিন্তু কে তালা দিয়েছে মুখে না বললেও অভিযোগের তীর নতুন ব্লক সভাপতির দিকেই। তাই অঞ্চল কনভেনার ও অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা শুক্রবার দলীয় কার্যালয়ে এসে তালা দেখে হাতুড়ি দিয়ে তালা ভেঙে প্রবেশ করল ভেতরে।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরা এলাকায় থাকা বান্দিপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ের। জানা যায়, চলতি মাসের ১৭ ই জানুয়ারি চন্দ্রকোনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূন ঘোষকে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে হীরালাল ঘোষকে। আর সে ব্লক সভাপতি হওয়ার পর আজ হঠাৎ করে বান্দিপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার অচিন্ত্য সিং দুপুর নাগাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন কর্মী সমর্থকদের নিয়ে। অচিন্ত্যর অভিযোগ তিনি গিয়ে দেখেন দলীয় কার্যালয়ে দুইটি তালা লাগানো তারপরেই তিনি দলীয় কার্যালয়ের তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করে।

অচিন্ত্যর অভিযোগ নতুন ব্লক সভাপতি হওয়ার পর গত দুদিন অঞ্চল কার্যালয়ে তালা লাগানো হয়েছে।যদিও এবিষয়ে নতুন ব্লক সভাপতি হীরালাল ঘোষ জানান, "আমি সদ্য দায়িত্ব পেয়েছি তাকে কুলসিত করার জন্য বিরোধীদের মদতে কেউ এমনটা করেছে গোষ্ঠী কোন্দল খাড়া করার জন্য করছে।দলের মধ্যে কোনো উপদল বা গোষ্ঠী নেই। আর এঘটনায় শাসকদলকে তীব্র কটাক্ষ বিজেপির।বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক সুদীপ কুশারির। তিনি বলেন এটাই ওদের কালচার।" আগামী দিনে তৃণমূলের এই চর্যাপ্তির অফিস কার্যালয় সাধারণ মানুষের বসবাস হবে। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। ওদের এই কান্ড দেখে সাধারণ মানুষ হাসছে, যথা সবাই মানুষ ভোটে উত্তর দেবে।

WestBengalBangla

Jan 20 2024, 14:48

আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৩ তম জন্ম দিবস পালন

কলকাতা: দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৩ তম জন্ম দিবস উপলক্ষ্যে ৮০০০ নর নারায়ণের সেবা সহ ৩০০০ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল আশ্রম প্রাঙ্গনে। প্রতিবছরের মতো এবছরও মহতি এই অনুষ্ঠানে যোগদান করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আদ্যাপীঠের এই অনুষ্ঠানে এসে মানসিক শান্তি হয় বলে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও রাজনৈতিক ও অন্য কোন বিষয় প্রতিক্রিয়া দিতে তিনি ইচ্ছুক নন বলে জানালেন তিনি।

প্রাক্তণ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে বলেন," রামচন্দ্র নিয়ে কোন বিতর্ক নেই। কিন্তু পদ্ধতিগত বা অন্যান্য বিষয়ে যে বিতর্ক হচ্ছে সেই বিতর্ক রামচন্দ্রকে নিয়ে না হওয়াই বাঞ্ছনীয় ছিল। যারা এই বিতর্ক করছেন তাদের আরো একটু দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি মনে করি।

তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সম্প্রীতি যাত্রার সমর্থন জানিয়ে শোভন চট্টোপাধ্যায় জানালেন সম্প্রীতির যাত্রায় কোন অসম্প্রীতি হবে কেন? ৬ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন, আমি তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী"।

WestBengalBangla

Jan 20 2024, 14:47

নতুন প্রজন্মকে মাঠমুখী করার বার্তা সাংসদ অর্জুন সিংয়ের

উত্তর ২৪ পরগনা: নতুন প্রজন্মকে ফের মাঠমুখী হওয়ার বার্তা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। শনিবার ভাটপাড়া সার্কেল ইন্টার প্রাইমারি স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাঁকিনাড়ার কাঁটাপুকুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে। কচিকাঁচাদের খেলাধূলায় উৎসাহিত করতে এদিন হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং।

এদিন তিনি বলেন, "ইদানিং নতুন প্রজন্ম মোবাইলে বুদ হয়ে পড়েছে। কিন্তু শারীরিক বিকাশের জন্য নতুন প্রজন্মকে মাঠমুখী হতে হবে।" সাংসদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার সিআইসি দেবজ্যোতি ঘোষ, নৈহাটি পুরসভার শিক্ষা দপ্তরের সিআইসি কানাই লাল আচার্য, ভাটপাড়া সার্কেলের এস আই অঞ্জনা বিশ্বাস, প্রাইমারি স্পোর্টস কমিটির উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির সদস্য বিজেশ প্রসাদ প্রমুখ।

WestBengalBangla

Jan 20 2024, 12:45

রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কাউন্টডাউন শুরু করলেন শুভেন্দু

বহু প্রতীক্ষিত অধ্যায়ের স্বপ্ন পূরণ। তাও আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এ এক বিশাল অধ্যায়। বিজেপির হাতের গ্রিন ফ্ল্যাগ বললেও ভুল হবে না। স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরে বেশ কিছুদিন ধরেই চলছে এর প্রস্তুতি। চলছে অপেক্ষার প্রহর গোনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টেও মিলেছে এর প্রমাণ। এদিনও নিজের এক্স হ্যান্ডেলে কাউন্টডাউন বজায় রেখেছেন শুভেন্দু।

তিনি পোস্টে লিখেছেন, “আর দু’দিন বাকি। তারপরই ভগবান রাম অযোধ্যা ধামে ফিরে আসবেন”।

WestBengalBangla

Jan 20 2024, 11:08

কল্যাণী রোড সংলগ্ন মাদরাল মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন একটি প্রাইভেট গাড়ী

উত্তর ২৪ পরগনা: সাতসকালে কল্যাণী রোড সংলগ্ন মাদরাল মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন একটি প্রাইভেট গাড়ী। গাড়িটি কলকাতার দিক থেকে কাঁচরাপড়ার দিকে যাচ্ছিলো।গাড়ির চালক ঘুমন্ত অবস্থায় থাকায়, রাস্তার ধারে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ি চালক এবং তার সঙ্গী।

সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবদাসপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একেই কল্যাণী রোড সম্প্রসারণের কারণে ধীর গতিতে চলছে যানবাহন, এলাকাবাসীদের রাস্তা পারাপারে হচ্ছে অসুবিধা,

তার মধ্যেই এমন ভয়াবহ দুর্ঘটনা ,স্বাভাবিকভাবে মানুষের মনে আতঙ্কে সৃষ্টি হয়েছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ।

WestBengalBangla

Jan 20 2024, 11:06

বিশেষ কর্মসূচি "সমস্যা সমাধান জনসংযোগ"

খবর কলকাতা: আজ থেকে শুরু হল উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতে বিশেষ কর্মসূচি

"সমস্যা সমাধান জনসংযোগ"।

এদিন সকালেই জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী জনসংযোগের হাজির হয়েছিলেন বারাসাত রবীন্দ্র ভবন পার্শ্ববর্তী ২৬ নং ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে। তিনি এই অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের কাছে জানতে চান সরকারি সব প্রকল্প গুলো সবাই ঠিক ঠাক পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। এদিন তার সঙ্গে এই জনসংযোগ কর্মসূচিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশনি মুখার্জী, কাউন্সিলর চম্পক দাস সহ অন্যান্য কাউন্সিলর গণ।

ছবি: সৌজন্যে তথ্য ও সংস্কৃতি দফতর, উত্তর ২৪ পরগনা

WestBengalBangla

Jan 20 2024, 09:35

হস্তচালিত তাঁত শিল্পীর তৈরি রামায়ণ শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায়

এসবি নিউজ ব্যুরো: নদীয়া জেলার হবিবপুরের রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁত শিল্পী পিকুল রায় এক বছরেরও বেশি সময় ধরে সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটা শাড়ি। নাম দিয়েছেন রামায়ণ। শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত। অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তার এই শাড়িতে যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পের এক অনন্য নিদর্শন।

শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ। তার ইচ্ছা ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান। বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে। আর এই বাসনা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট না পেয়েও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন আজ। গন্তব্য অযোধ্যা।

WestBengalBangla

Jan 20 2024, 08:27

*খেলা* *ফটো গ্যালারী* *কলিঙ্গ সুপার কাপ,২০২৪* *ইষ্টবেঙ্গল জয়ী ৩-১ গোলে মোহনবাগানের বিরুদ্ধে* *ছবি : সৌজন্যে ইষ্টবেঙ্গল ক্লাব*

WestBengalBangla

Jan 20 2024, 07:56

*দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আজকের আবহাওয়া*


উত্তর থেকে দক্ষিণ জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। তার ওপর আবার বৃষ্টির দাপট। একেই হাড় কাঁপছে ঠান্ডায়, ওদিকে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে নাছোড়বান্দা বৃষ্টি। ঘন কুয়াশার দাপটও অব্যাহত।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও কাঁপুনি বজায় থাকবে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রী সেলসিয়াস।

তবে আপাতত কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের রেশ কমই থাকবে। আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

গোটা উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ-এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজও।